আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা ‘রাশিয়ার আরও একটি যুদ্ধাপরাধের ঘটনা’ বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার রাতে ফেসবুকে তিনি এ অভিযোগ করেন। খবর বিবিসির।
জেলেনস্কির দেওয়া তথ্য অনুসারে, শরণার্থী আশ্রয়কেন্দ্রে তাৎক্ষণিক ৩৮ জন মারা গেছেন। পরে হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এখনও কয়েক ডজন লোক চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ
হতাহতের সংখ্যা নিয়ে জেলেনস্কি যে তথ্য দিয়েছেন তা যাচাই করতে পারেনি বিবিসি।
সাননিউজ/এমএসএ