আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের কারণে আগামীকাল দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটের মুখে পড়ছেন।
আরও পড়ুন : বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান
শুক্রবার ( ৮ এপ্রিল ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। এ প্রতিবেদন প্রকাশ করেছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে ইমরান গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।
তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে গুরুত্বপূর্ন ঘোষণা দেবে। এটি রাত ৯ টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) প্রচার হবে।
আরও পড়ুন : জনগণই সব ক্ষমতার উৎস
পিটিআই নেতা ফয়সাল জাভেদ খান বলেন, ইমরান তার পথে আসা চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবেন তা ভালভাবে জানেন।
তিনি আরও বলেন, আপাতদৃষ্টিতে বিরোধীরা ভাবছে তারা জিতে গেছে কিন্তু সেটা না। তারা হেরে গেছে।
আরও পড়ুন : মার্চে বিশ্বে খাদ্যের দামে সর্বকালের রেকর্ড
ফয়সাল জাভেদ খান আরও বলেন, ক্যাপ্টেন আজ গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। তিনি কখনো জাতিকে হতাশ করবেন না।
সান নিউজ/এইচএন