আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়ে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতীয় টেলিভিশন একথা জানিয়েছে। সংবাদ জানিয়েছে এএফপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা দুর্ঘটনার শিকার বা সম্ভাব্য জীবিতদের সন্ধানে বোর্জ বোউ আরিজ শহরে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এ দুর্ঘটনায় পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক কর্মকর্তা জানান, ফুটো দিয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে সকালে এ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন : মানবাধিকার কাউন্সিল থেকে বাদ রাশিয়া
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবৌন।
প্রসঙ্গত, বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে পার্শ্ববর্তী সেতিফ শহরের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে ৩ শিশুসহ ৮ জন নিহত হন।
সান নিউজ/এইচএন