আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও বন্দুকধারীর গুলিতে আট জন আহত ও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, তেল আবিবের কেন্দ্রস্থলে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে হামলার পর এখন পর্যন্ত সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি পুলিশ। তাকে আটকে পুলিশ, ক্যানাইন ইউনিট ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী তেল আবিবে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতেও অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ জানান, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারের মধ্যে গুলি চালায়। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি বলেন, ‘আমাদের ধারণা, সে এখনও আশেপাশের কোথাও লুকিয়ে আছে।’
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ছুঁইছুঁই
এই মুহুর্তে এ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলার মতো ইঙ্গিত আছে। তবে সেটি নিশ্চিত হতে হবে। এছাড়া অন্যান্য বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, আগের মাসে ইসরায়েলে অন্তত দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
সাননিউজ/এমএসএ