আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা করার পর থেকেই রাশিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।
বুধবার হোয়াইট হাউস থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই কন্যা মারিয়া ভরোন্তোসভা এবং ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও আছে।
এদিকে নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি এবং বেসরকারি ব্যাংকও আছে।
হোয়াইট হাউস জানায়, এসব ব্যক্তিরা রুশ জনগণের টাকায় নিজেদের সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে অনেকে আবার ইউক্রেনে চলমান রুশ হামলাকে সমর্থন করছেন। তাই তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।
মার্কিন এক শীর্ষ কর্মকর্তা জানান, আমাদের ধারণা রুশ প্রেসিডেন্টের সম্পত্তির অনেকটাই তার পরিবারের সদস্যদের নামে আছে। তারা বেনামে লেনদেন করে থাকেন। তাই তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে লক্ষ্যবস্তু বানানো হলো এবার।
আরও পড়ুন: রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল
অপরদিকে রাশিয়ার বৃহত্তম সরকারি ও বেসরকারি দুই ব্যাংক-বার ব্যাংক ও আলফা ব্যাংককেও ‘ব্লক’ করেছে হোয়াইট হাউস। পাশাপাশি আপাতত রাশিয়াতে কোনো ধরনের বিনিয়োগ করবে না তারা। এছাড়া অন্যান্য রুশ সংস্থার ওপরও নিষেধাজ্ঞা চাপাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
সাননিউজ/এমএসএ