আন্তর্জাতিক ডেস্ক: আইনি বাধা ও প্রক্রিয়াগত চ্যালেঞ্জগুলোকে কারণ হিসেবে আখ্যা দিয়ে ৩ মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।
ইসিপির জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় ২৬তম সংশোধনীর অধীনে আসনসংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা সামঞ্জস্যপূর্ণ করাটাও বড় ধরনের চ্যালেঞ্জ।
আরও পড়ুন: তিন দেশে দূতাবাস বন্ধ করে দিচ্ছে শ্রীলঙ্কা
তিনি বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার। এ কাজের ক্ষেত্রে শুধু আপত্তিপত্র আহ্বানের জন্যই আইনে এক মাসের সময় দেওয়া আছে।
এরপর নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করতে অতিরিক্ত ১ মাস সময় দিতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজটিতেও সময় লাগবে। এরপর পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত তিন মাস সময় লাগবে।
সাননিউজ/জেএস