আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে পাকিস্তানে কী সিদ্ধান্ত হয় বা পরিবর্তন আসে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নিতে চাইছে না দেশটির প্রতিবেশী প্রভাবশালী রাষ্ট্র ভারত।
আরও পড়ুন : টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত
সোমবার ( ৪ এপ্রিল ) এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পাকিস্তানের সেনাবাহিনী ও সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছায় তার ওপরে অপেক্ষা করছে ভারত। তার আগে আগ বাড়িয়ে এ নিয়ে মন্তব্য করা কূটনৈতিকভাবে বেকামি হবে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা রয়েছে। দেশটির রাজনৈতিক নেতৃত্ব, আইএসআই, সেনাবাহিনী-প্রত্যেকটি ক্ষেত্রই স্পর্শকাতর ও একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তার ওপরে বর্তমানে চীনের সাথে পাকিস্তানের ‘সব আবহাওয়ার বন্ধুত্বকে’ মাথায় রাখতে হচ্ছে ভারতকে। আর এ মুহূর্তে সীমান্ত প্রশ্নে ভারতের ওপর চাপের শেষ নেই।
আরও পড়ুন : চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস
তবে ভারতের রাজনৈতিক অংশ বলছে, পাকিস্তান পরিস্থিতি স্পষ্ট হলে দেশের রাজনৈতিক হাওয়া বুঝে অবশ্যই মোদি সরকার যে ভারতীয় গণতন্ত্র ও সংবিধানের গরিমাকে তুলে ধরবে তা অনুমান করাই যায়।
আরও পড়ুন : শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
তবে এ মুহূর্তে সামনে কোনো নির্বাচন নেই। তাই ভারতের রাজনৈতিক শিবির জাতীয়তাবাদের প্রশ্ন তুলে পাকিস্তানকে আক্রমণ করার কোনো আশু প্রয়োজন দেখছে না।
সান নিউজ/এইচএন