আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার সকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলের একটি বাজারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাজারে মূলত অর্থ লেনদেন বা বিদেশি মুদ্রা ভাঙানো হয়।
আরও পড়ুন: রাতের অন্ধকারে খাবার হাতে পথে অপূর্ব
টোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণের কোন হতাহত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করেছে দুটি সূত্র। এক টুইট বার্তায় টোলো নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার কাবুলের সরাই শাহজাদায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকেই দেশটির অর্থনীতিতে ধস নামে। জীবন যাত্রায় স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে প্রতিনিয়ত লড়াই করছেন সেখানকার বাসিন্দারা। সেখানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে।
সাননিউজ/জেএস