আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ছবি সংগ্রহের সময় নিহত হয়েছেন ইউক্রেনের একটি অনলাইনে কর্মরত ফটোসাংবাদিক ও ভিডিওগ্রাফার মাকসিম লেভিন।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে বলা হয়, রুশ সশস্ত্র বাহিনীর গুলিতে লেভিনের মৃত্যু হয়েছে। তবে, রয়টার্স ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি।
আরও পড়ুন: মারা গেছেন লেখক সৈয়দ আব্দুল্লাহ
ইউক্রেনীয় সংবাদমাধ্যমে এলবিডটইউএ জানিয়েছে, ১ এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে একটি গ্রামে তার মরদেহ পাওয়া যায়।
প্রসঙ্গত, ১৯৮১ সালে জন্মগ্রহণকারী লেভিন একজন প্রামাণ্যচিত্র নির্মাতা ছিলেন। তিনি ২০১৩ সাল থেকে রয়টার্সের হয়েও কাজ করছিলেন। তিনি হুতা মেঝিহিরস্কাতে কাজ করতেন। ওই এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়েছে।
সাননিউজ/জেএস