আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরের উত্তরাঞ্চলে জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরায়েলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন ফিলিস্তিনিদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তখন ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় ২ ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ ও ২৩ বছর বয়সী ইয়াজিদ আল-সাদি রয়েছেন।
আরও পড়ুন: ১৪ বছর ধরে বিমানবন্দরে থাকেন ওয়েই
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনার গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে জেনিন সরকারি হাসপাতালের কাছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করার ফলে হাসপাতালের জরুরি বিভাগ গ্যাসে ভরে যায়। এসময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮মার্চ)। তথ্যসূত্র: আল-জাজিরা, পার্সটুডে
সাননিউজ/জেএস