আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধা দিয়ে একদিনের জন্য সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, মারিউপোল থেকে জাপোরিজ্জিয়ায় একটি মানবিক করিডর চালু করা হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিকেরা মারিউপোল ছেড়ে যেতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়, এই মানবিক করিডোরের সফলতার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে সরাসরি অংশগ্রহণ করতে প্রস্তাব দিচ্ছি।
এদিকে মানবিক করিডোরের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তা লিখিতভাবে নিশ্চিত করতে কিয়েভকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও চার হাজার মৃত্যু
এছারা ইউক্রেনীয় সেনাবাহিনীকেও বেসামরিকদের বহনকারী বাসগুলো নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছে মস্কো।
সূত্র: এএফপি
সাননিউজ/এমএসএ