আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনীতি বিষয়ক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং।
আরও পড়ুন : দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে
নয়াদিল্লী সফরে তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি ইন্দো-প্যাসিফিকের জন্য একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এই কূটনীতিক।
মঙ্গলবার (২৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ভারত সফরের পরিকল্পনা করছেন।
অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ভারত। কিন্তু তারা রাশিয়ার পদক্ষেপের স্পষ্ট নিন্দা করতে অস্বীকার করেছে। নয়াদিল্লি যুদ্ধের বিষয়ে জাতিসংঘের একাধিক প্রস্তাবে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে।
আরও পড়ুন : রোজায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক যুদ্ধের ফল এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব কমানোর বিষয়ে দলীপ সিং ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করবেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, কোয়াড গ্রুপের মধ্যে কেবল ভারতই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিছুটা নড়বড়ে।
আরও পড়ুন : কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু
দক্ষিণ এশিয়ার দেশটি রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু কোয়াড গ্রুপের অন্য সদস্য দেশগুলো (যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া) সরাসরি রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।
সান নিউজ/এইচএন