আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ এখন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে এটি সংক্রমণের নতুন তরঙ্গ সৃষ্টি করতে পারে বলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে করোনায় আক্রান্ত ৮৬ শতাংশই বিএ.২ এর সংক্রমণের শিকার। এটি অত্যন্ত সংক্রামক ওমিক্রনের ভাই-বোন বিএ.১ ও বিএ.১.১ এর চেয়েও বেশি সংক্রামক।
আরও পড়ুন: ইউক্রেন থেকে বিপুল সেনা প্রত্যাহার করবে রাশিয়া
ওমিক্রন পরিবারের অন্যান্য ভ্যারিয়েন্টের মতো বিএ.২ এর বিরুদ্ধে আলফা বা করোনার মূল ভ্যারিয়েন্টের টিকা কম কার্যকর। এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তদের দেহে টিকার সুরক্ষা ধীরে ধীরে কমতে থাকে।
প্রসঙ্গত, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোসহ চীনে সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির জন্য বিএ.২ কে দায়ী করা হচ্ছে। পাশাপাশি জার্মানি এবং যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলিতে রেকর্ড সংক্রমণের জন্য দায়ী করা হয়েছে।
সাননিউজ/জেএস