আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার কার্যালয় সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাতের পরই তার করোনা আক্রান্তের বিষয়টি সামনে এলো। তথ্যসূত্র-এএফপি।
আরও পড়ুন: নিরপেক্ষ আলোচনায় প্রস্তুত ইউক্রেন
রোববার (২৮ মার্চ) জেরুজালেমে ব্লিনকেনের সঙ্গে সাক্ষাত হয় বেনেটের। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি এখন ভালো আছেন। তিনি বাড়ি থেকেই পূর্ব নির্ধারিত সব কাজকর্ম চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলের হাদেরা শহরে বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর ওই এলাকা পরিদর্শন করেন বেনেট। সেখানে ভ্রমণের সময় তাকে মুখে মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তার মুখে মাস্ক ছিল না।
সাননিউজ/জেএস