আন্তর্জাতিক ডেস্ক: শান্তি চুক্তির অংশ হিসাবে পূর্ব ডনবাস অঞ্চলের অবস্থা নিয়ে আপস করতে এবং একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন এমনটাই জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
জেলেনস্কি একটি ভিডিও কলে সরাসরি রাশিয়ান সাংবাদিকদের কাছে বলেন এ বিষয়ে যেকোন চুক্তি ৩য় পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে এবং তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শন
জেলেনস্কি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের নন-নিউক্লিয়ার অবস্থার জন্য আমরা সদা প্রস্তুত।
এর আগে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ জানান, রাশিয়া ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়া তৈরি করার চেষ্টা করছে।
সাননিউজ/জেএস