আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আফগানিস্তানের নারীদের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। তথ্যসূত্র- রয়টার্স।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, ধর্ম প্রচার ও অধার্মিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় শনিবার এয়ারলাইন্সগুলোকে নতুন বিধিনিষেধের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।
আরও পড়ুন: পুরুষ ছাড়া ওমরাহ করতে পারবে সৌদি নারীরা
এতে বলা হয়েছে, যেসব নারী ইতোমধ্যে টিকেট বুক করেছেন তাদের রোববার ও সোমবার ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
এ ব্যাপারে ধর্ম প্রচার ও অধার্মিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করেননি।
অবশ্য এর আগে তালেবান প্রশাসন জানিয়েছিল, বিদেশি পড়ালেখা করতে যাওয়া নারীদের সঙ্গে অবশ্যই পুরুষ আত্মীয় থাকতে হবে।
সাননিউজ/জেএস