আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মানুষ যখন ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য রাশিয়ার সমালোচনা করছে, তখন কারাবাখ অঞ্চলে আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের অভিযোগ তুলেছে খোদ মস্কো।
আরও পড়ুন : বুলবুল ছুরিকাঘাতে নিহত
২০২০ সালে রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধবিরতি চুক্তি হয়। এর পর থেকে ওই অঞ্চলে শান্তিরক্ষার মিশনে কাজ করে আসছিল রুশ সেনাবাহিনী। এ সংবাদ জানিয়েছে আরব নিউজ।
আজারবাইজানের বিরুদ্ধে এর আগে একাধিকবার যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে আর্মেনিয়া।
শনিবার (২৭ মার্চ) প্রথমবারের আজারবাইজানের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করা হয়েছে।
আরও পড়ুন : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা
রুশ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, আজারবাইজানের সেনাবাহিনী তুর্কি ড্রোন দিয়ে কারাবাখে দায়িত্বরত শান্তিরক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে।
সান নিউজ/এইচএন