সান নিউজ ডেস্ক: ইউক্রেনে আরও বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৬ মার্চ) রাতে এক ভিডিওবার্তায় পশ্চিমা দেশগুলোর সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: রাতে বসছে অস্কার আসর
তিনি বলেন, মেশিনগান দিয়ে রাশিয়ান বিমান ভূপাতিত করা যাবে না। তাই এর জন্য ট্যাংক-ক্ষেপণাস্ত্রসহ ভারি অস্ত্র প্রয়োজন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ন্যাটো কী করছে? ন্যাটো কি রাশিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে? তারা কীসের জন্য অপেক্ষা করছে? আজ যুদ্ধের ৩১ দিন চলছে। ন্যাটোর যে সক্ষমতা আমরা তো শুধু তার ১ শতাংশ চেয়েছি, এর বেশি কিছু নয়।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।
ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলে আশা করেন ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী আলেক্সি চেরনিশভ।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সান নিউজ/এনকে