আন্তর্জাতিক ডেস্ক: পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই সৌদি আরবের ১৮-৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালনে যেতে পারবেন। তবে এক্ষেত্রে পুরুষ সঙ্গীহীন ওইসব নারীদের একটি দল বা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ওমরাহ পালনে যেতে হবে। তথ্যসূত্র-গালফ নিউজ।
এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদনকারী নারীদের করোনা টিকার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ওইসব নারীদের কমপক্ষে টিকার এক ডোজ নিশ্চিত থাকতে হবে। শারীরিক কোনো অসুস্থতা থাকলেও তাদের আবেদন বাতিল হবে।
আরও পড়ুন: ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত
সব বয়সী নারীদের অভিভাবক ছাড়াই হজ পালনের অনুমতি দিয়ে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল সৌদি সরকার। ওই ঘোষণাতেও দল বা গ্রুপের সঙ্গে নারীদের হজযাত্রার কথা বলা হয়েছিল।
প্রসঙ্গত, সৌদি নারীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে শুরু থেকেই সহায়ক ভূমিকা রাখছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতায় আসার পরই তাদের দেশের নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানোর পাশাপাশি বিদেশে একা ভ্রমণের অনুমতি দেন।
সাননিউজ/জেএস