উত্তেজনা বন্ধে আলোচনায় বেইজিং-নয়াদিল্লী, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই -ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
আন্তর্জাতিক
ওয়াং ই আকস্মিক সফরে পাকিস্তান হয়ে ভারতে

উত্তেজনা বন্ধে আলোচনায় বেইজিং-নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীন সীমান্তে চলমান অচলাবস্থা এবং উত্তেজনা বন্ধে আগেভাগে পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করছে।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শুক্রবার ( ২৫ মার্চ ) আকস্মিক সফরে পাকিস্তান থেকে ভারতে আসার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাত করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, উভয় দেশের সীমান্তে, বিশেষ করে পাঙ্গোন লেক, গোগরা ও গালওয়ান উপত্যকায় মুখোমুখি অবস্থানে থাকা এবং মাঝে মাঝেই সংঘর্ষে জড়িয়ে পড়া হাজার হাজার সেনা সদস্যকে নিষ্ক্রিয়করণ নিয়ে আলোচনা করেন এই দুই নেতা।

২০২০ সালের জুনে দুই দেশের সেনাদের মধ্যে গদা, ইটপাথর ও ঘুষাঘুষিতে কমপক্ষে ভারতীয় ২০ সেনা সদস্য নিহত হয়। অপরদিকে চীনে নিহত হন ৪ জন।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, প্রত্যাশার চেয়ে ধীর গতিতে বর্তমান পরিস্থিতি অগ্রসর হচ্ছে। স্পষ্ট করে আমি একথাই বলবো।

দুই দেশের অবচলাবস্থা কাটাতে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সামরিক কমান্ডারদের মধ্যে ১৫ রাউন্ট আলোচনার প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন, ওয়াং ই’র সঙ্গে যে আলোচনা হয়েছে শুক্রবার তাতে প্রত্যাশা রয়েছে দুই দেশের সেনাদের মধ্যে বিরোধপূর্ণ এলাকায় নিষ্ক্রিয়করণ এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্যতা।

সীমান্তে চীনা সেনা মোতায়েন থেকে যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয় তার ফলে দুই প্রতিবেশী স্বাভাবিক সম্পর্কে মিলিত হতে পারে না।

আরও পড়ুন : সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়া হবে

জয়শঙ্কর আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় চীনের আগ্রহের বিষয়ে কথা বলেছেন ওয়াং ই। তবে এ জন্য সীমান্তে শান্তি ও সুষ্ঠু ব্যবস্থা স্থাপন এবং সেনাদেরকে পুরোপুরি নিষ্ক্রিয় করা।

ভারত ও চীন গত বছর ফেব্রুয়ারি থেকে উত্তরাঞ্চল, দক্ষিণে পাঙ্গন সো লেক, গোগরা, গালওয়ান উপত্যকা এলাকা থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে। কিন্তু সেনা মোতায়েনের অংশ হিসেবে তারা ওইসব এলাকায় কিছু অতিরিক্ত সেনা রেখে দিয়েছে।

আরও পড়ুন : মালয়েশিয়া পাচারের সময় ৫৪ রোহিঙ্গা আটক

প্রসঙ্গত, ওয়াং ই কমপক্ষে দুই বছর পরে নয়াদিল্লি সফরে গেছেন । তার এ সফরকে ঘিরে আগে থেকে কোনো বড় প্রচারণা ছিল না। কারণ, তিনি আকস্মিকভাবে সেখানে পৌঁছেছেন।

তার সফরে কি ফল আসবে এ বিষয়ে কেউ প্রস্তুতও ছিল না। জয়শঙ্কর বলেছেন, ওয়াং ই’ র এই সফর সম্পর্কে আগে জানানো হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা