ইন্টারন্যাশনাল ডেস্ক :
চীন–ভারত উত্তেজনা পরিস্থিতিতে চীনকে মোকাবিলায় ভারত রাশিয়া থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে কমেরস্যান্ত জানিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করে।
দৈনিক কমেরস্যান্ত আরো লিখেছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।
ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি।
ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।
রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন, ভারত এস-৪০০’র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে।
তবে রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষেই এস-৪০০ পেতে বেশি আগ্রহী। সূত্র: পার্সটুডে
সান নিউজ/সালি