আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় বন্দর শহর মারিউপোলে প্রচণ্ড লড়াইয়ে কৃষ্ণসাগরে রুশ নৌবহরের এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) সেভাস্তপোলের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রুশ নেভি এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি।
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের অন্যতম প্রধান ঘাঁটি হলো সেভাস্তপোল। ২০১৪ সালে ক্রিমিয়ার উপদ্বীপে অবস্থিত এই ঘাঁটিটি মস্কো ইউক্রেন থেকে আলাদা করে ফেলেছিল।
আরও পড়ুন: আত্মসমর্পণ করবে না মারিউপোল
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ। তথ্যসূত্র- রয়টার্স।
সাননিউজ/জেএস