আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব চীনের পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ বিমান ১৩৩ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন
সিসিটিভির সংবাদে বলা হয়, সোমবার ( ২১ মার্চ) সকালের দিকে দেশটির জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে গ্রামীণ এলাকার একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়। পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।
আরও পড়ুন : রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা
তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।
সান নিউজ/এইচএন