আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া পশ্চিমাদেশগুলোর ওপর আর কখনো নির্ভরশীল হবে না। বিশ্ব শাসন করার যে চেষ্টায় যুক্তরাষ্ট্র আছে সেটিও কখনো মেনে নেবে না মস্কো। তাছাড়া বিশ্ব রাজনীতিতে মার্কিন পুলিশগিরি এটিও সহ্য করা হবে না।
আরও পড়ুন:আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল
শুক্রবার ( ১৮ মার্চ) আমেরিকা ও পশ্চিমাদেশগুলোর কঠোর সমালোচনা করার পর এমন হুশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। এ হামলার আগেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো জানিয়েছিল তারা মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে।
মস্কো যখন ইউক্রেনের ওপর হামলা শুরু করে তখন থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা। দেশটির তেল, গ্যাসসহ প্রায় সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা।
আরও পড়ুন:জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি
রুশ অর্থনীতি মূলত তেল ও গ্যাসের ওপরই নির্ভরশীল। আর তাদের তেল গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো।
আরও পড়ুন:ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড
এদিকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন দরকার হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য কমিয়ে দেবে।
আরও পড়ুন:দেশে আরও ২ জনের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন বেকায়দায় পড়েছে।
আরও পড়ুন:আমি অন্তঃসত্ত্বা
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার অর্থনীতি ভালোই আছে। এখন নিষেধাজ্ঞার কারণে তারা যে সমস্যায় পড়েছেন সেটি দ্রুতই কাটিয়ে ওঠতে পারবেন।
সান নিউজ/এইচএন