সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি অভিযানরত রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। সোমবার (১৪ মার্চ) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন
গত শতকের নব্বইয়ের দশকে চেচনিয়ার বিদ্রোহীদের দমন অভিযানে যত সংখ্যক রুশ সেনার মৃত্যু হয়েছিল, ইউক্রেন অভিযানের গত ২০ দিনে তার চেয়েও অধিক রুশ সেনা মৃত্যু বরণ করেছেন-উল্লেখ করে ভাষণে জেলেনস্কি বলেন, আমি জানি, আপনারা বেঁচে থাকতে চান।
আপনারা নিজেদের মধ্যে যেসব কথাবার্তা বলেন, সেসব আমাদের কানে আসে। আমরা জানি, এই নিরর্থক যুদ্ধ সম্পর্কে আপনারা কী ভাবছেন। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে রাশিয়ার মর্যাদা ক্ষুন্ন হওয়ায় আপনারা যে কষ্ট পাচ্ছেন, তাও আমরা বুঝি।
রুশ সেনাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি আপনারা আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, ভদ্র-মর্যাদাসম্পন্ন মানুষের সঙ্গে যেমন আচরণ করা হয়, আপনাদের সঙ্গেও তাই করা হবে… এমন আচরণ, যা কখনো আপনাদের সেনা কর্মকর্তারা আপনাদের সঙ্গে, কিংবা কারোর সঙ্গেই কখনো করেনি।
আমরা আপনাদের নিজেদের মানুষ হিসেবে গ্রহণ করে নিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত আপনাদের।
আরও পড়ুন: এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব
সোমবার রাশিয়ার টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ওয়ানে সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড তুলে ধরা রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকেও কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এ সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার যেসব নাগরিক প্রকৃত সত্যের পক্ষে আছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়া, বেলারুশের গোমেল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে, এখন পর্যন্ত তা বেশ আশাব্যাঞ্জক বলেও সোমবারের ভাষণে উল্লেখ করেছেন জেলেনস্কি।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন
কর্তৃপক্ষ বলেছে, আগ্রাসী বাহিনী ইউক্রেনের রাজধানী দখলে মরণ কামড় দিয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ( ১৫ মার্চ) কিয়েভের মেয়র রাজধানীতে ৩৫ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করেছেন, যা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টা থেকে।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন,ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সান নিউজ/এনকে