আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে একটি টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। খবর: আল-জাজিরার।
স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলের শহর রিভনে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে।
রিভনের আঞ্চলিক প্রশাসনিক প্রধান ভিটালি কোভাল এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেলিভিশন টাওয়ার হামলা করা হয়েছে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে চার হাজার মৃত্যু
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।
সাননিউজ/এমএসএ