আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিষ্ফল আলোচনার পর দেশটিতে হামলা জোরদার করেছে রুশ সেনারা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলেছে সেনারা। প্রতিনিয়ত ট্যাংক ও কামানে গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
যুদ্ধের সর্বশেষ চিত্র নিয়ে শনিবার সিএনএন, বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহরটি কিয়েভ থেকে ১৫ মাইল দূরে থেমে ছিল সেটি আরও এগিয়ে গিয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভকে প্রায় ঘিরে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস নতুন কিছু ছবির বিশ্লেষণ করে জানায়, কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখা গেছে। ছবিতে রাজধানীর উত্তর ও পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়ে।
এদিকে শুক্রবার শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের তিন পশ্চিমাঞ্চলীয় শহরে প্রথমবারের তীব্র গোলা বর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। এত দিন পূর্বাঞ্চলীয় শহরগুলোতে হামলা হলেও এবার পশ্চিমের শহরে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় শহর লুতৎস্ক এবং ইভানো ফ্রাঙ্কিভস্ক, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলা শুরু করে রাশিয়া।
সিএনএন বলছে, রাজধানী ও তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাসিন্দাদের বাঙ্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়। কিয়েভের আশেপাশে প্রচণ্ড গোলাগুলি এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ
মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন। সর্বশেষ ইউক্রেনের পূর্বাঞ্চলে আজভ সাগরের তীরবর্তী অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের উত্তরের শহর ভলনোভাখার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া-সমর্থিত বিদ্রোহীরা।
সাননিউজ/এমএসএ