আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহরে অবস্থিত একটি প্রসূতি ও শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রোগী ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) এই ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া কি ধরনের দেশ সেটা আমি বুঝতে পারিনা। ওরা প্রসূতি ও শিশু হাসপাতালকে ভয় পাচ্ছে। আর তাই তারা সেখানে হামলা চালাচ্ছে।’
আরও পড়ুন:
মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ বিবিসিকে বলেন, ‘আধুনিক সভ্যতায় শিশু হাসপাতালে বোমা হামলা কীভাবে সম্ভব তা আমরা বুঝতে পারি না। মানুষ এই ঘটনাকে সত্যি হিসেবে মেনে নিতে পারে না।’
এদিকে বেসামরিক লোকদের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র: বিবিসি
সাননিউজ/জেএস