সান নিউজ ডেস্ক: পোল্যান্ড দাবি করছে, ইউক্রেনের দাবি অনুযায়ী দেশটির আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করলেই দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া সম্ভব।
আরও পড়ুন: ইউক্রেনকে আত্মসমর্পণ করার আহ্বান
বৃহস্পতিবার (১০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণা দেওয়ার পর পার হয়ে দুই সপ্তাহের বেশি সময়। যুদ্ধ সহসা থামবে, নাকি দীর্ঘায়িত হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার একটা উপায় বাৎলে দিয়েছে পোল্যান্ড।
এ ব্যাপারে কিয়েভে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত বার্তোজ সিচোকি বলেন, ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ দ্রুত থেমে যেতে পারে। এতে অনেক প্রাণহানি রোধ করাও সম্ভব।
আরও পড়ুন: রাশিয়া শিগগিরই আপস করবে
কিয়েভের বেসরকারি টেলিভিশন টিভিএন টুয়েন্টিফোরকে তিনি বলেন, একদিন বিলম্বের মূল্য হাজার হাজার মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে। আকাশসীমা বন্ধ করলেই এই যুদ্ধের মেয়াদ কমানো সম্ভব।
উল্লেখ্য, এর আগে, ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য পোল্যান্ড তার সব মিগ-২৯ জার্মানির একটি মার্কিন বিমানঘাঁটিতে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিল। তবে মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
সাননিউজ/এমআরএস