আন্তর্জাতিক

ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ধারণা করছে, ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে পাল্টা হামলায় রাশিয়ার ৫ থেকে ৬ হাজার সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ সামরিক অভিযান শুরুর দুই সপ্তাহের মাথায় মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম সিবিএস নিউজের কাছে এই মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনে আহত রুশ সেনাদের সংখ্যা ১৫ হাজার থেকে ১৮ হাজারের মধ্যে রয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মূলত কোনো যুদ্ধে আহতের সংখ্যা নিহতের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি হয়ে থাকে বলে মনে করা হয়ে থাকে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হতাহতের এই সংখ্যাকে খুব খুব উল্লেখযোগ্য বলে আখ্যায়িত করেছেন এবং ইউক্রেনে রুশ সেনাদের মৃত্যুর হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু যুদ্ধের সাথে তুলনা করেছেন।

ইউক্রেন অবশ্য দাবি করেছে যে, তাদের হামলায় ১২ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছে। অন্যদিকে গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল যে, ইউক্রেনে ৫০০-র চেয়ে কিছু কম সেনা হারিয়েছে তারা।

আরও পড়ুন: পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

বিবিসি বলছে, যুদ্ধের মধ্যে নানামুখী প্রচারণার সাথে তথ্যের ঘাটতি এই সকল দাবিকে যাচাই করা কঠিন করে তোলে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

অবশ্য সক্ষমতা অনুযায়ী শক্ত প্রতিরোধের পাশাপাশি ভূখণ্ডে অবস্থান করা রুশ সেনাদের ওপর পাল্টা হামলাও চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনীয় সেনাদের হামলায় ধ্বংস হয়ে যাওয়া বহু রুশ সামরিক যানের ছবিও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।

এদিকে, ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধে কিয়েভের ৯৭৪ টি ট্যাংক গুড়িয়ে দিয়েছে মস্কো বলে দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত দেশটির ৯৭৪টি ট্যাংক ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: ফের ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাজ্য

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

নৈতিক শিক্ষা স্কুলেই নিশ্চিত করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,...

নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা...

কী অভিযোগ নিয়ে দুদকে সারজিস-হাসনাত?

দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছেন জাতীয় নাগরিক পার্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা