ইন্টারন্যাশনাল ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
বৃদ্ধ, রোগাক্রান্ত সৌদি নাগরিক ও দেশটির প্রবাসী ছাড়া হাজার খানেক মুসলিম হজে অংশ নেয়ার ঘোষণা দেয় দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি সৌদি সরকার ঘোষণা অনুযায়ী, চলতি হজ মৌসুমে এক হাজারে কম বা বেশি মুসলিম অংশগ্রহণ করতে পারবেন।
একই সঙ্গে তারা জানিয়েছেন হজ পালন শেষে হজযাত্রীদের নির্ধারিত সময় পর্যন্ত আইসোলেশনেও থাকতে হবে।
সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. সালেহ এবং দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড.তাওফিকুর রাবিয়া যৌথ সংবাদ সম্মেলনে বলেন, হজ শুরু হওয়ার আগে সমস্ত হজযাত্রীদের পরিপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এ হজ মৌসুমে ৬৫ বছরের বেশি বয়সী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তি হজে অংশ নিতে পারবেন না বলেও ঘোষণায় জানিয়ে দেয়া হয়।
হজ শেষে হজযাত্রীদের নির্ধারিত সময় পর্যন্ত আইসোলেশন নিশ্চিত করতে হবে। সূত্র-আরব নিউজ।
সান নিউজ/সালি