আন্তর্জাতিক ডেস্ক: মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি, রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দপ্তরের যৌথ উদ্যোগে আগামী ১১-১৩ মার্চ ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল-২২’অনুষ্ঠিত হবে।
বেশ কয়েক বছর ধরে বিশ্ব দরবারে মুর্শিদাবাদের স্থাপত্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এতে যোগ দিতে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন।
আরও পড়ুন: সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান
এ বছরও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনরা আসবেন বলে আশা করা হচ্ছে। ভিনদেশীদের মুর্শিবাদের বিভিন্ন হেরিটেজ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
সাননিউজ/জেএস