আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বেশ কিছুদিন ধরে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্য পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যায় ইতোমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি এখন সিডনিতে হুমকি হয়ে দেখা দিয়েছে।
আরও পড়ুন: ৪ হাজার রুশ সেনা নিহত
মঙ্গলবার (৮ মার্চ) সিডিনির খালে ৬৭ বছরের এক নারী ও তার ৩৪ বছরের ছেলের মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর এই ঘটনা তদন্ত করা হবে। তবে খালটিতে পায়ের গোড়ালি পর্যন্ত পানি থাকলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখানে পানির প্রবাহ গলার উচ্চতা ছাড়িয়ে যায়।
সাননিউজ/জেএস