সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে অস্ট্রেলিয়া। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে এসব মিসাইল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাইলটের দক্ষতায় বেঁচে গেছি
সোমবার (৭ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনকে ৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন স্কট মরিসন। এরই অংশ হিসেবে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে।
একই দিন চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একে একটি স্বৈরাচার জোট হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ায় গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
রাশিয়ার অভিযানের কারণে দেশটির ওপর এ পর্যন্ত বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার একাধিক দেশ।
আরও পড়ুন: ফের মোদি-জেলেনস্কির ফোনালাপ
এদিকে, আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোভিত্তিক বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মূলত শহরগুলোত আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে খারকিভ, মারিউপোল এবং সুমি।
সান নিউজ/এনকে