আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, তাইওয়ান চীনের অংশ। তাই এ বিষয়ে নাক গলানো মানে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে এমন আচরণ পরিহার করতে হবে।
আরও পড়ুন: রাশিয়াকে হারাতে জনসনের ৬ দফা
শনিবার (৫ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ফোনে আলোচনার সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেন, ইউক্রেন সঙ্কটের আরও অবনতি হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সমর্থন দেবে না চীন।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ নিয়ে দুইবার আলোচনা করেছেন দুই প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী।
রুশ-ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আসতে পারে এমন সকল পদক্ষেপে চীন সমর্থন দেবে বলেও জানিয়েছেন ওয়াং য়ি।
তিনি আরও বলেন, কিয়েভের এমন পরিণতি কখনই প্রত্যাশা করেনি চীন। ইউক্রেনের পরিস্থিতি জটিল হয়ে গেছে। এখানে বিশ্ব সম্পর্কের মূলনীতি জড়িত রয়েছে। সব পক্ষের স্বার্থ এখানে জড়িয়ে গেছে।
আরও পড়ুন: সাঙ্গুর তীরে মিলল গুলিবিদ্ধ চার লাশ
ওয়াং য়ি আরও বলেন, সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব। এ সমস্যার রাজনৈতিক সমাধানে ও বিরোধের অবসানে সাহায্য করবে চীন।
আরও পড়ুন: প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী
গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হিসেবে চীন নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
সান নিউজ/ এইচএন