সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার জন্য চেচেনদের একটি দুর্ধর্ষ দল পাঠানো হয়। এর আগে, রুশ অভিযান শুরুর পর অন্তত তিনবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল
আরও বলা হয়েছে, তবে ইউক্রেনীয় কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওয়াগনার এবং চেচেন বিদ্রোহীদের দুইটি পৃথক হত্যাকারী দল পাঠানো হয়েছিল।
দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ইউক্রেনীয়দের সতর্ক করে জানায়, জেলেনস্কিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে অভিজাত চেচেন বিশেষ বাহিনী নিয়ে গঠিত কাদিরোভাইটদের একটি ইউনিট।
তবে জেলেনস্কিকে হত্যার চেষ্টা রুখে দিয়ে ওই বিশেষ বাহিনীকে ‘ধ্বংস’ করা হয়েছে বলে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি ড্যানিলভ জানিয়েছেন।
আরও পড়ুন: ২৮ নাবিককে নেয়া হচ্ছে রোমানিয়ায়
তিনি আরও বলেন, চেচেন বিশেষ বাহিনীর সদস্যদের শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হত্যা করা হয়েছে।
এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে। পরপর দখল হবে বাল্কান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলেনস্কি আরও বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।
শুক্রবার (৪ মার্চ) ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালিয়েছে।
এর আগে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। পুতিন নিজেও ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০
প্রসঙ্গত, জেলেনস্কি একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা, ২০১৯ সালের ৬ মে থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০ মে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক জীবনের আগে, তিনি আইন বিষয়ে একটি ডিগ্রি অর্জন করেছিলেন এবং কেভার্টাল ৯৫ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন, যা চলচ্চিত্র, কার্টুন এবং টিভি কমেডি শো তৈরি করে। কেভার্টাল ৯৫ সার্ভেন্ট অফ দ্য পিপল নামে একটি টেলিভিশন সিরিজ তৈরি করেছিলো , এতে জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিলেন। এই সিরিজটি ২০১৫ থেকে ২০১৯ অবধি প্রচারিত হয়েছিল টেলিভিশন শোয়ের একই নাম সংবলিত একটি রাজনৈতিক দলটি মার্চ ২০১৮ সালে কেভার্টাল ৯৫ জন কর্মচারীদের দ্বারা তৈরি করা হয়েছিল।
সান নিউজ/এনকে