গ্রিস প্রতিনিধি:
গ্রিসের উত্তরের প্রতিবেশী দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
মঙ্গলবার পুলিশ এক বিবৃতিতে ওই আটকের বিষয়টি জানায়। তবে তারা ঘটনার বিস্তারিত কিছু জানায়নি।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণপূর্বে স্ট্রুমিকার কাছে সোমবার রাতে নিয়মিত টহলের সময় ওই বাংলাদেশিদের আটক করা হয়।
জানা গেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের স্ট্রমাইকা এলাকার কাছে নিয়মিত টহলের সময় পুলিশ ট্রাকটি চ্যালেঞ্জ করলে ড্রাইভার পালিয়ে যায়।
পরে ওই ৬৪ জনকে আটক দেখিয়ে গেভিয়ালিয়া নামের একটি সীমান্ত শহরে রাখা হয়েছে। সবাইকে গ্রীসে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হয়।
২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ রয়েছে। এতোকিছুর পরও সেখানে মানবপাচার থেমে নেই।
সান নিউজ/সালি