আন্তর্জাতিক ডেস্ক:
লাদাখের গালওয়ান উপত্যকা সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত ও চীন।
সোমবার ভারত ও চীনের লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা বৈঠকে এই সমঝোতার সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার ভারতের সরকারি সূত্রগুলোর বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দুই দেশের এ গুরুত্বপূর্ণ বৈঠকের পর বিরোধপূর্ণ এ সীমান্তে সেনা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশই রাজি হয়েছে বলে জানা গেছে। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা চীনা সূত্রকে উদ্ধৃত করে সমঝোতার খবর দিয়েছে।
গত সপ্তাহে হিমালয় পর্বতের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতার গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হয়। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস চীনের দিকেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।
এরপর থেকে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। উত্তেজনা প্রশমনে উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসেন।
ভারতীয় সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, পূর্ব লাদাখের সবগুলো সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয়পক্ষই তা বাস্তবায়ন করবে।
অন্যদিকে, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের বিরোধপূর্ণ অংশে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেয়ার বিষয়ে চীন ও ভারত একমত হয়েছে।
এছাড়া গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চীনের ৪০ জন সেনার মৃত্যু হওয়ার যে খবর সম্প্রতি গণমাধ্যমে এসেছে, সেগুলোকে ‘ভুয়া খবর’ বলে বর্ণনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান।
সান নিউজ/সালি