আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা ঠেকাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) বিকেলে দেওয়া এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বাহিনী ‘ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার প্রযুক্তিগত কেন্দ্র’ এবং কিয়েভের ৭২তম প্রধান পিসাইওপস কেন্দ্র লক্ষ্য করে ‘অত্যন্ত নির্ভুল হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন
বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিতে জাতীয়তাবাদীরা যাদের ব্যবহার করছে ইউক্রেনের সেসব নাগরিকসহ রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের তাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
সাননিউজ/জেএস