আন্তর্জাতিক ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। এতে এখন পর্যন্ত ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত আরও অনেকে।
মঙ্গলবার দেশটির ওয়াক্সাকা পার্বত্য অঞ্চলের হুয়াতুলকো শহরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পে অন্তত ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের মধ্যে ৩০ টি বাড়ির অবস্থা শোচনীয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে, একটি ক্লিনিক ও পুরাতন চার্চ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
স্টেশনারি দোকানের মালিক ভিসেন্টে রোমেরোর বাড়িও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এক মুহূর্তেই আমরা প্রকৃতির কাছে সব হারিয়ে ফেললাম।
তবে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর জানান, ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর বা তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। আল জাজিরা, ফার্স্ট পোস্ট।
সান নিউজ/সালি