সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে বেলারুশ যদি রাশিয়াকে সমর্থন করতে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের খেসারত দিতে হবে দেশটির সরকারকে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।
আরও পড়ুন: সাংবাদিক পরিচয়ে একাধিক বিয়ে!
প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেলারুশ যে অবস্থান নিয়েছে, তার প্রসঙ্গ টেনেই এই হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন।
জানা গেছে, ইউক্রেনে রুশ ফৌজের হামলার ঘাঁটি হয়েছিল বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় বসতে চেয়েছিলেন, বেলারুশেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আপত্তি করলেও তাতে আমল দেওয়া হয়নি।
এমনকি, ইউক্রেন লাগোয়া রাশিয়ার সমর্থক এই দেশটি সোমবার নিজের অ-পরমাণু অবস্থানও বেমালুম বদলে ফেলেছে। কেন? যাতে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র শস্ত্র বেলারুশে এনে রাখতে পারে (এবং সম্ভবত ইউক্রেনে আঘাতও হানতে পারে)।
আরও পড়ুন: কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর!
বেলারুশের এই পুতিন সমর্থন প্রকাশ্যে ‘মাত্রাছাড়া’ বলে মন্তব্য না করলেও বাইডেন প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিষয়টি আদতে সেই জায়গাতেই পৌঁছেছে। তাই এ ব্যাপারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কাকে সাবধান করলো আমেরিকা।
সান নিউজ/এমকেএইচ