আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনের দখল চান রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। এমনটাই জানালেন রাশিয়ার সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ। তিনি জানান মার্চ মাসের প্রথম দু’দিন ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আলজাজিরার এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।
তবে রাশিয়া যুদ্ধ শুরুর আগে ইউক্রেনকে অনেক সহজেই বিপদে ফেলবে বলে ভেবেছিল। কিন্তু ইউক্রেন যে রণকৌশল দেখিয়েছে, তা মস্কোকেও অবাক করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর প্রথমেই পুতিন নির্দেশ দিয়েছিলেন ২ মার্চের মধ্যে এই যুদ্ধ শেষ করতে হবে।’
একই সঙ্গে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হচ্ছে। সেই আলোচনা নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনও রকম পূর্বশর্ত ছাড়াই এই আলোচনা হওয়া উচিত। আমি আমার কিয়েভের বন্ধুদের এবং নেতাদের পরিস্থিতি জানি। তারা আলোচনায় বসতে এবং কথা বলতে রাজি কিন্তু কোনও রকম পূর্বশর্ত ছাড়া।’
প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, বেলারুশ সীমান্তে আলোচনায় বসবে রাশিয়া এবং ইউক্রেন। সেই আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের উপর পুরোদস্তুর আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আলোচনায় বসল দুই দেশ।
সান নিউজ/ এইচএন