সান নিউজ ডেস্ক: ম্যাক্সিকোতে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালালে ১৭ জন নিহত হয়েছেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশটির মিচুয়াকেন প্রদেশের সান জোসে ডি গ্রাসিয়া শহরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হুট খোলা জিডে অস্ত্র হাতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এসেই এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করতে থাকে।
পুলিশ বলছে, দুই গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্বের কারণে এ বন্দুক হামলা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন কারফিউ তুলে নিয়েছে
প্রসঙ্গত, উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী ও সবচেয়ে জনবহুল স্থান। এটি উত্তর আমেরিকার জনবহুল শহরগুলোর মধ্যে একটি। এটি আমেরিকা মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি মেক্সিকো উপত্যকায় (ভ্যালে দে মেক্সিকো) অবস্থিত, যা মধ্য মেক্সিকোর সবচেয়ে উচ্চ মালভূমির একটি বৃহত উপত্যকা। এর উচ্চতা ২২৪০ মিটার বা ৭৩৫০ ফুট। মেক্সিকো সিটি ১৬টি বোরোতে বিভক্ত।
২০০৯ সালের তথ্য অনুযায়ী শহরে ৮.৮৪ মিলিয়ন জনসংখ্যা ছিল এবং আয়তন ছিল ১৪৮৫ বর্গকিলোমিটার বা ৫৭৩ বর্গমাইল।
সান নিউজ/এনকে