আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আগ্রাশন চালিয়েছে রুশবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা মন্তব্য করেছেন ইউক্রেন সেনাবাহিনীর কার্যকর প্রতিরোধে হতাশ হয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, রাশিয়ান বাহিনী ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনিয় বাহিনীর এই প্রতিরোধকে কার্যকর বলে মনে করছে।
এই কর্মকর্তা আরও বলেছেন, আমরা জানি তারা (রুশ বাহিনী) অগ্রগতি করতে চেয়েছিল, বিশেষ করে উত্তরাঞ্চলে তা করতে পারেনি। তারা যা দেখেছে তাতে হতাশ হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনকে সহায়তা দেবে ২৭ দেশ
এদিকে, সর্বশেষ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের কাছে রাশিয়ার সেনাসহ এক বিমান ভূপাতিত করার দাবি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে বহু সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া এখন পযন্ত এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করেনি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে লিখেছে, স্থানীয় সময় সাড়ে ১২ টায় ইউক্রেনিয় সু-২৭ যুদ্ধবিমান রাশিয়ার আইএল-৭৬ এমডি সেনা বহনকারী বিমান ভূপাতিত করেছে। কিয়েভ অঞ্চলে এই বিমান দেশটির প্যারাট্রুপারদের কিয়েভে অঞ্চলে নামানোর চেষ্টা করে।
আরও পড়ুন: আরও হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
ওই বিমানের প্রস্তুতকারকের বিবরণী অনুযায়ী, ওই প্লেনে ১৬৭ জনের বেশি সেনা বহন করতে পারে। সেইসঙ্গে থাকতে পারে ছয় থেকে সাতজন ক্র।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় দিন আজ। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছেন রুশ সেনারা। এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ।
সাননিউজ/এমআরএস