আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনে হামলা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি।
বিবিসি সূত্রে জানা যায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিরাপত্তা পরিষদে এই হামলার বিষয়ে এক বিতর্কের পর রুশ কর্মকর্তারা এ পদক্ষেপ নেন।
আরও পড়ুন: ইউক্রেনকে ৬.৪ বিলিয়ন ডলার দিতে চায় হোয়াইট হাউস
১১টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করলেও চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোট দেওয়া থেকে বিরত থাকে।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বিতর্ক চলাকালে বলেন, রাশিয়া ইউক্রেন যে ধরণের আগ্রাসন শুরু করেছে তা প্রতিরোধ করার জন্য প্রস্তাবটি আনা হয়েছিল।
সাননিউজ/জেএস