আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৯১ লাখ ৯৩ হাজার ১৯৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ লাখের বেশি মানুষ।
এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, আক্রান্তদের অর্ধেকের বেশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিক।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুসারে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি জনের।
আক্রান্তের সংখ্যার দিক দিয়ে পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১১ লাখ ৬ হাজার ৪৭০। মারা গেছে ৫১ হাজার ২৭১ জন।
তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৫ লাখ ৯১ হাজার ৪৬৫ জন, মারা গেছে ৮ হাজার ১৯৬ জন।
এছাড়া চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষাধিক এবং পঞ্চমে থাকা যুক্তরাজ্যে ৩ লাখ ৬ হাজারের বেশি জন।
সান নিউজ/সালি