আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন সঙ্কটের মধ্যেই বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় দুই দশক পর পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফর করছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ কোরেশি জানিয়েছে, আগামী বুধবার দুদিনের সফরে মস্কো যাবেন ইমরান।
পাকিস্তানের শীর্ষ এ কূটনৈতিকের দাবি, ইমরান খানের এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় আনবে। জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো সফরের জন্য তারা পাকিস্তানের প্রধনামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, পুতিনের সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ইমরান।
আরও পড়ুন: ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা
পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল পাকিস্তানের। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত ফৌজের প্রবেশের পর আমেরিকার মাধ্যমে মুজাহিদ গেরিলাদের সাহায্যের বন্দোবস্ত করেছিল পাকিস্তান।
পরবর্তী সময়ে সোভিয়েতের পতনের পরে মস্কোর অনেকটাই কাছাকাছি এসেছে ইসলামাবাদ। পাকিস্তানের বন্ধুদেশ চীন ইতিমধ্যেই ইউক্রেন বিতর্কে মস্কোর পাশে দাঁড়িয়েছে।
ইমরানের মস্কোর সফরে পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে ভারত-পাক সীমান্তবর্তী কাসুর থেকে বন্দরশহর করাচি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া।
সাননিউজ/এমআরএস