আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সংঘটিত হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিস দেশটিতে আঘাত হানার পর পরই এবার আঘাত হানতে যাচ্ছে ফ্র্যাংকলিন।
ইতোমধ্যে ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে আর কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বন্ধ রাখা হয়েছিল ট্রেন ও ফেরি চলাচল। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু স্কুল। লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রোর প্রায় একশো ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর তাণ্ডবে দেশটির প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের ক্ষয় ক্ষতি হয়েছে।
আরো পড়ুন:- ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ চালু
ইউনিসের আঘাতে রেকর্ড ১২০ মাইলের ওপরে বাতাসের গতি ওঠে এবং আয়ারল্যান্ডে ৬০ হাজার বেশি বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি এসময় তুষারপাতের ঘটনা ঘটেছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কিছু কিছু এলাকায়।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন ফ্র্যাংকলিন ঝড়ের সময় তুষার পাত না ঘটার সম্ভাবনাই বেশি। এই সময় বাতাসের তীব্রতাও কম থাকবে। বিশেষজ্ঞরা এত কম সময়ের দেশটিতে পর পর তিনটি শক্তিশালী ঝড় আঘাত হানার মূল কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করছেন।
সাননিউজ /জেএস