নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-২০২২
আন্তর্জাতিক

নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের একটি প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিরোধীদলগুলো ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালে মার্কিন সরকারি ত্রাণ সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) নেপালের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তির আওতায় দেশটিকে ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে সংস্থাটি। যা ৩০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সড়ক সংস্কার প্রকল্পে ব্যবহার করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের এ প্রকল্পের বিরোধিতা করছে নেপালের দুইটি কমিউনিস্ট দল। যারা বর্তমান কোয়ালিশন সরকারের সঙ্গে কাজ করছে।

দেশটির সমালোচকদের দাবি, ওই চুক্তির মাধ্যমে নেপালের আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে সরকার। এটা ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। এর মাধ্যমে মার্কিন সেনা নেপালে প্রবেশের সুযোগ পাবে বলেও তাদের দাবি ।

তবে নেপালের নেতাদের আশ্বস্ত করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুধু উন্নয়নের জন্যই এমন চুক্তি করা হয়েছে। শুধু বিদ্যুৎ ও রাস্তা প্রকল্পেই এ অর্থ ব্যয় করা হবে বলেও জানান তারা।

জানা গেছে, শত শত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা ও পাথর ছুড়েন। এসময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ও জলকামানের মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন: যুদ্ধবিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

প্রসঙ্গত, নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র।

আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা