আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তাবরিজ এলাকায় সেনাবাহিনীর একটি এফ-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পাইলট ও একজন বেসামরিক নাগরিক ছিলেন। এতে বিমানটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। তারা হলেন সাদেক ফালাহি ও আলী রেজা হানিফেহজাদ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল–জাজিরা।
স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, দুর্ঘটনার শিকার ওই যুদ্ধবিমান হচ্ছে এফ-৫ মডেলের। যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি করোনার বিধিনিষেধের কারণে বন্ধ থাকা একটি স্কুলের ওপর আছড়ে পড়ে। এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেসামরিক ওই ব্যক্তি গাড়িতে ছিলেন।
ইরানের বিমানবাহিনী এসব যুদ্ধবিমান এখন পর্যন্ত ব্যবহার করছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছিল দেশটি।
সাননিউজ/এমআরএস